আমরা যারা নতুন ব্লগিং করছি অথবা করব বলে ভাবছি বা পোস্ট লেখার ভয়ে ব্লগিং ছেড়ে দিয়েছি , তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ । 


পোস্টটি একটু বড় হতে পারে কিন্তু কথা দিচ্ছি এই পোস্টটি পড়ে ব্লগিং এ আপনার অনেক কাজে লাগবে । আমি যেহেতু বাংলাতে ব্লগিং করি  সেহেতু বাংলা ব্লগিং নিয়েই কথা বলব ।



তো বন্ধুরা , ব্লগিং  শুরু করে কিছুদিন পর ছেড়ে দেওয়ার কি কারণ হতে পারে ?? এক একজনের কাছে এক এক রকম কারণ হতে পারে । কিন্তু আমার কাছে  Website Worth Calculatorsiteprice.org domain valuewebsite worth domain valueনতুন ব্লগারদের কিছুদিন পর ব্লগিং ছেড়ে দেওয়ার একটাই কারণ মনে হয় । তা হল পোস্ট লেখার ভয় ।

কারণ  পোস্ট লেখার জন্য যেকোনো একটি বিষয় বা টপিক খুঁজে বের করা যায় । কিন্তু সমস্যা হল এই বিষয়ে বা টফিকে কনটেন্ট লেখা । যারা কম্পিউটার ব্যবহার করে তারা মোটামুটি বাংলাতে টাইপ করতে পারলেও , যারা মোবাইল ব্যবহার করে ব্লগিং করে ।  

আমার মনে হয় তারা খুব ভালো একটা বাংলা টাইপিং করতে পারে না । আর যদিও কম্পিউটার বা মোবাইলে টাইপ করতে পারে তারপরও এক একটি কনটেন্ট 500 থেকে 700 ওয়ার্ডের লেখার জন্য অনেক সময় দরকার । যার ফলে আমরা বিরক্ত বোধ করি । 

আর এই কারণেই অনেকেই ব্লগিং করা ছেড়ে দিয়েছে ।কিন্তু আজকের এই পোস্টটি পড়ার পর  যারা টাইপ করতে ভয় পান , তারা আরো বেশি ব্লগিং এ আগ্রহী হবে ।

যারা  কম্পিউটার বা মোবাইল এর মাধ্যমে বাংলাতে খুব ভালো টাইপিং করতে পারেন , তাদের আমি চ্যালেঞ্জ করছি !! আমি মোবাইল দিয়ে বাংলা টাইপ করব কিন্তু কেউ আমার সাথে কেউ টাইপ করে পারবেন না । 

কি অবাক হচ্ছেন ! এত জোর দিয়ে কি করে বলছি ! কারণ তো পিছনে একটা আছেই । তো চলুন কথা না বাড়িয়ে কারণটি জেনে নি ।।


মুখে যা বলবেন আপনার অ্যান্ড্রয়েড  মোবাইলে বাংলাতে তাই লেখা হয়ে যাবেঃ-



তো বন্ধুরা বর্তমানে এমন কোন ব্যক্তি নেই , যারা অ্যান্ড্রয়েড ফোন সাথে  ইন্টারনেট ব্যবহার করে না । তো আমরা এই মোবাইলের মাধ্যমে আমাদের ব্লগে কনটেন্ট লিখতে পারি । সে যত বড়ই হোক না কেন , খুব অল্প সময় বাংলাতে কনটেন্টগুলো লিখে ফেলতে পারি , একটি সিস্টেম  করার মাধ্যমে । 

শুধু যে   ব্লগে বাংলাতে পোস্ট লিখতে পারবেন তা নয় । এই সিস্টেমটি করার পর মুখে যা বলবেন আপনার মোবাইলে তা বাংলাতে লেখা হয়ে যাবে , আপনার ফোনে যে কোন অপশনেই ।

এবার  আপনার মনে প্রশ্ন আসতেই পারে কিভাবে ?? 


  • প্রথমত , এই সিস্টেমটি করতে হলে আপনার ফোনে নেট কানেক্ট থাকতে হবে অর্থাৎ আপনি যদি মুখে বলে বাংলাতে লিখতে চান তাহলে আপনার ফোনের নেট কানেক্ট অবশ্যই থাকতে হবে । 


  • দ্বিতীয়ত , আপনার ফোনে একটি সেটিংস করতে হবে । 
সেটিংসটি করার জন্য আপনার এন্ড্রয়েড ফোনে যতগুলো অ্যাপস আছে , তার মধ্যে দেখবেন Google নামে একটা অ্যাপস রয়েছে ।
হাতে লেখার দিন শেষ । মুখে বলে ব্লগে কন্টেন্ট লিখুন । How To Write a Blog Post Fast
এই গুগল অ্যাপস টি কে  গুগল প্লে স্টোর থেকে  আপডেট করে নিবেন । এবার আপনার ফোনে নেট কানেক্ট করে এই গুগল অ্যাপসটি Open করবেন । তারপর আপনার সামনে দুটো অপশন আসবে ।
  • একটি জিমেইল দিয়ে সাইন ইন করতে বলবে । 
  • দ্বিতীয়টি স্কিপ করে যেতে বলবে ।


তো আগে থেকেই যদি গুগোল বা গুগোল ক্রমে আপনার জিমেইল দিয়ে সাইন ইন করা থাকে তাহলে আর সাইন ইন করা লাগবে না । তো যাই হোক সাইন ইন করবেন অথবা স্কিপ করে যাবেন । তারপর নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন । নিচের দিকে দেখবেন থ্রি ডট (...) দিয়ে মোর ( More ) লেখা একটা অপশন রয়েছে ।
হাতে লেখার দিন শেষ । মুখে বলে ব্লগে কন্টেন্ট লিখুন । How To Write a Blog Post Fast

আপনারা এই মোর অপশন এ ক্লিক করে দিবেন । তারপর দেখতে পাবেন সেটিংস রয়েছে । 
হাতে লেখার দিন শেষ । মুখে বলে ব্লগে কন্টেন্ট লিখুন । How To Write a Blog Post Fast
তো সেটিংস এ ক্লিক করার পর ভয়েচ ( Voice ) একটা অপশন দেখতে পাবেন ।

হাতে লেখার দিন শেষ । মুখে বলে ব্লগে কন্টেন্ট লিখুন । How To Write a Blog Post Fast
ভয়েচ অপশনে ক্লিক করার পর  প্রথম দিকে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ । 

হাতে লেখার দিন শেষ । মুখে বলে ব্লগে কন্টেন্ট লিখুন । How To Write a Blog Post Fast

তো আপনারা এই ল্যাঙ্গুয়েজ আপনার উপর ক্লিক করে দিবেন । তারপর দেখতে পারবেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসছে । একটু নিচের দিকে দেখতে পারবেন ইংলিশ ইউ এস ( English US ) মার্ক করা রয়েছে ।



তো আপনারা এটার উপর টাচ করে আন্টিক করে দিবেন ।

হাতে লেখার দিন শেষ । মুখে বলে ব্লগে কন্টেন্ট লিখুন । How To Write a Blog Post Fast

আবারও নিচের দিকে নামতে থাকবেন । নামতে নামতে দেখতে পারবে বাংলা বাংলাদেশ ( Bangla Bangladesh ) , আর বাংলা ইন্ডিয়া ( Bangla India ) অপশন চলে আসছে । 

হাতে লেখার দিন শেষ । মুখে বলে ব্লগে কন্টেন্ট লিখুন । How To Write a Blog Post Fast

তো আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলা বাংলাদেশ এর উপর টাচ করবেন , আর যদি ইন্ডিয়া থেকে হয় তাহলে বাংলা ইন্ডিয়া এর উপর টাচ করবেন । তাহলে দেখতে পারবেন মার্ক হয়ে গেছে । এবার নিচের দিকে দেখেন একটা Save অপশন চলে আসছে । তো এই Save  অপশনের ওপর ক্লিক করে দিবেন । এবার এখান থেকে বের হয়ে যাবে । 


এখন আপনি আপনার ব্লগে প্রবেশ করবেন পোস্ট লেখার জন্য । তো পোস্ট লেখার অপশনে গেলে নিশ্চয়ই আপনার কিবোর্ডটি ওপেন হয়ে যাবে ( সাধারনত ফোনে যে কি বোর্ড থাকে ) । আপনার কিবোর্ডে দেখবেন মাইক্রোফোনের একটা অপশন দেওয়া আছে ।

হাতে লেখার দিন শেষ । মুখে বলে ব্লগে কন্টেন্ট লিখুন । How To Write a Blog Post Fast

আপনারা সরাসরি ওই মাইক্রোফোনের উপর টাচ করে দিবেন । এবার আপনি মুখে যা বলবেন দেখবেন অটোমেটিকলি লিখা হয়ে যাচ্ছে বাংলাতে । কিন্তু শর্ত হলো  , আপনার মুখে কিন্তু স্পষ্ট ভাবে বলতে হবে , তা নাহলে ঠিকঠাকমতো বাংলা লেখা হবে না , উল্টোপাল্টা লেখা আসবে ।



শুধু ব্লগে পোস্ট লেখার সময় বাংলা লেখা হবে তা নয় । এখন আপনার ফোনে কোন কিছু লেখার সময় মাইক্রোফোন অপশন এর উপর ক্লিক করে মুখে যা বলবেন তাই বাংলাতে লিখা হয়ে যাবে । 

আশা করি বুঝতে পেরেছেন । আর এই পোস্টটি যদি আপনার এতোটুকু উপকারে আসে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।।

Post a Comment

Previous Post Next Post