আপনাদের মধ্যে যারা ফেসবুক ইউস করছেন তাদের মধ্যে অনেকে চাচ্ছেন ফেসবুক পেজে ফলোয়ার বাটন এড করার জন্য। কিন্তু কিভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাটন এড করবেন এটা হয়ত অনেকেই জানেন না। আপনারা যারা ফলোয়ার বাটন এড করতে পারছেন না তাদের আমি দেখিয়ে দিবো। আমার নিয়ম মেনে কাজ করলে আপনিও ফেসবুকে ফলোয়ার চালু করতে পারবেন।

ফেসবুক ফলোয়ার কি

আমরা অনেকেই ফেসবুক ফলোয়ারের কথা শুনে থাকি। কিন্তু এই ফেসবুক ফলোয়ার কি অনেকে আবার হয়ত জানেন ও না। ফলোয়ার হল : ধরুন, আপনাকে কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট দিলো কিন্তু আপনার তার ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট করলেন না। আর ওই ব্যক্তিকে কে আপনি রিকুয়েস্ট না এক্সেপ্ট করে ঝুলিয়ে রাখলেন সেইটি হলো আপনার ফলোয়ার। এভাবে যত ব্যক্তি আপনার ফ্রেন্ড রিকুয়েস্টে ঝুলে থাকবে তত বেশি আপনার ফলো হবে। ফলোয়ার ব্যক্তিরা আপনার আইডির পোস্টে লাইক বা রিয়েক্ট, কমেন্ট করতে পারবে। কিন্তু যদি আপনার প্রোফাইল লক করা থাকে তাহলে তারা পারবে না।

 আপনি  এই লেখাটি পড়তেছেন Bd movie downloads

কিভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাটন এড করবেন

১. আমি আপনাদের আমার একটি পেজ দিয়ে আপনাদের দেখিয়ে দিবো। তো আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। তারপর ক্রোম ব্রাউজারে ডেক্সটপ মুড অন করে নিবেন। ডেক্সটপ মুড অন করার পর এখন আপনাদের ফেসবুক আইডিটি ক্রোম ব্রাউজারে লগইন করবেন। যদি আগে থেকে লগইন করা থাকে তাহলে তো ভালো যদি না থাকে তাহলে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। লগইন করার পর আপনি আপনার আইডিটি কম্পিউটার ভার্সনে দেখতে পারবেন। এখন আপনি উপরের ডান পাশে থ্রি ডট অপশন দেখতে পারবেন সেটিতে ক্লিক করবেন।

২ . এখন নিচে থাকা Page অপশনে ক্লিক করবেন।

৩ . ক্লিক করলে আপনার আইডিতে যতগুলো পেজ খোলা আছে সেগুলো দেখাবে। যে পেইজটি ফলোয়ার বাটন এড করতে চান সেটি সিলেক্ট করবেন।

৪ . এখন আপনার পেজের নামের পাশে Edit Send Message অপশন টিতে ক্লিক করবেন। আপনার সেখানে অন্য কিছূ লেখা থাকতে পারে কারণ আমি আগে এই পেজে মেসেজ অপশন চালু করে রাখার জন্য এখানে ইডিট সেন্ড মেসেজ লেখা আছে আপনার পেজে আপনি আগে যে অপশন টি চালু রাখছেন সেটি থাকবে। যদি কিছুই চালু না করে থাকেন তাহলেও সেই অপশন টিতে ক্লিক করে অপনি ফলোয়ার বাটন এড করতে পারবেন।

৫ . Edit Send Message অপশনে ক্লিক করার পর Edit Button নামে একটি অপশন দেখতে পারবেন সেটিতে ক্লিক করবেন।

আপনি  এই লেখাটি পড়তেছেন Bd movie downloads

৬ . এখন আপনি উপরে Follow অপশন টি দেখতে পারবেন। সেটিতে ক্লিক করবেন। যদি আপনি ফলো ছাড়া অন্য কোন বাটন এড করতে চান তাহলে সেটি বেছে নিতে পারেন। এখানে সব ধরনের অপশন রয়েছে। যেমন : কল, ভিউ গিফট কার্ড, ফলো, স্টার্ট অর্ডার, কন্টাক আস, সেন্ড মেসেজ, সেন্ড হোয়ার্টসআপ মেসেজ, সেন্ড ইমেইল, লার্ণ মোর এবং সাইন আপ।

 ৭ . এবার আপনার পেজে ফলো বাটন টি এড করা হয়ে গেছে। আপনি ভিউ অপশনে ক্লিক করে দেখতে পারেন। এখন থেকে কেউ যদি আপনার পেজে আসে তাহলে লাইক করার পাশাপাশি সে আপনার পেজটিকে ফলোও করতে পারবে। এভাবে আপনারা যেকোনো ফেসবুক পেজে ফলোয়ার চালু করতে পারবেন।

আরও পড়ুন :গুগল এডসেন্স কি ? গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন ?Google Adsense

 ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর নিয়ম

আপনাদের ফেসবুকে আইডিতে বা পেজে যদি আপনারা ফলোয়ার বাড়াতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় এই আর্টিকেলটি পড়ুন। আশা করি আপনি আমাদের দেখানো টিপস কাজে লাগিয়ে আপনার পেজে আনলিমিটেড ফলোয়ার বাড়াতে পারবেন।

 তো এই ছিলো কিভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাটন এড করবেন – আর্টিকেল। এরকম গুরুত্বপূর্ন ফেসবুক টিপস পেতে হলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post