আপনারা যারা ইমু ব্যবহার করেন তাদের সাথে অনেকের এমন হচ্ছে যে, আপনার ইমু নোটিফিকেশন টি আপনার লক স্কিনে শো করছে। ইমু কি  কিভাবে লক স্কিনে ইমু (IMO) নোটিফিকেশন অফ করবেন । এতে করে আপনার ফোনটি লক করা থাকলেও লক স্কিনে শো করায় অন্য কেউ আপনার পারসোনাল মেসেজ পড়ে নিতে পারে। তো আজ আমি দেখিয়ে দিবো, কিভাবে লক স্কিনে ইমু নোটিফিকেশন অফ করবেন এবং ইমু কি এটি নিয়েও আপনাদের কিছু তথ্য তুলে ধরবো।

 

ইমু কি I What Is IMO?

ইমু হলো অডিও এবং ভিডিও কলের বার্তাপ্রেরণের ফ্রি পরিসেবা। ইমু চালু হয় ২০০৫ সালে। ইমু ব্যবহার করে আপনি পৃথিবীর যেকোন স্থান থেকে যেকোন মানুষের সাথে অডিও বা ভিডিও কলে বলতে পারবেন। এই কল দিতে সিম কম্পানির মতো আপনার কোন প্রকার টাকা কাটবে না। এটি সম্পূর্ণ ফ্রি। শুধু মাএ আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই কানেক্টটেড থাকলেই আপনি যেকোন সময় কল দিয়ে পরিচিত মানুষের খোজ খবর রাখতে পারেন।

বর্তমানে বাংলাদেশেরও এর ব্যবহার কারী অনেক। কারণ বাংলাদেশের অনেক মানুষই বাহিরে থাকেন আর বাহিরের অনেক দেশে ম্যাসেজিং নিসিদ্ধ  করা হয়েছে। তবে ইমু নিসিদ্ধ না হওয়ার কারণে এই অ্যাপ্লিকেশন দিয়ে দেশের মানুষ বিদেশে থাকা ভাই-বোনদের সাথে কথা বলতে পারে এবং এই অ্যাপ্লিকেশনটি আপনি ২ জি, ৩জি, ৪ জি এবং ৫ জি ব্যবহার করতে পারবেন।

আপনি যদি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি এই আর্টিকেলটি পড়তে পারেন –মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় ২০২২। Bd Movie Downloads

 

কিভাবে লক স্কিনে ইমু {

IMO
} নোটিফিকেশন অফ করবেন I  Bd Movie Downloads

তো এই কাজ করার জন্য অপনার ফোনে অবশ্যই ইমু অ্যাপটি ডাউনলোড করা থাকা লাগবে যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবেন। ইমু । ইনস্টল করা হয়ে গেলে আপনি ইমু অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন। ভিতরের আসলে আপনি নিচের ডান পাশে দেখবেন একটি প্লাস আইকন রয়েছে। আপনারা সেটিতে ক্লিক করবেন।

কিভাবে লক স্কিনে ইমু নোটিফিকেশন অফ করবেন

ক্লিক করলে আপনারা ৪ টি অপশন দেখতে পারবেন। তারপর আপনারা নিচে More এ ক্লিক করবেন।

কিভাবে লক স্কিনে ইমু নোটিফিকেশন অফ করবেন

Setting ক্লিক করবেন।

কিভাবে লক স্কিনে ইমু নোটিফিকেশন অফ করবেন

তারপর এখান থেকে আপনি Notification এ ক্লিক করবেন।

কিভাবে লক স্কিনে ইমু নোটিফিকেশন অফ করবেন

Notification ক্লিক করলে নিচে থাকা ছবির মতো একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আপনারা Message অপশন টিতে ক্লিক করবেন।

কিভাবে লক স্কিনে ইমু নোটিফিকেশন অফ করবেন

নিচের দেখবেন লেখা আছে Lockscreen। লক স্কিনের ডান পাশে থাকা অপশনটিতে ক্লিক করে এই লকস্কিনটি অফ করে দিবেন।

কিভাবে লক স্কিনে ইমু নোটিফিকেশন অফ করবেন

ব্যাস হয়ে গেলো। এখন থেকে আর কোন মেসেজ লক স্কিনে শো করবে না। মেসেজ আনলে ফোনের লক স্কিন অন করেই মেসেজটি দেখা যাবে। লক স্কিনে প্রদশির্ত হবে না। এতে করে ফোন লক থাকা অবস্থায় আপনার ফোন অন্য কেউ ধরলেও সে মেসেজ পড়তে পারবে না। তো আপনি যদি চান লক স্কিনে মেসেজ শো করাতে তাহলে লকস্কিন অফশন টি অন করে দিবেন। তো এই ছিলো কিভাবে লক স্কিনে ইমু নোটিফিকেশন অফ করবেন আর্টিকেল।

Post a Comment

Previous Post Next Post