অনলাইন বা ফেইসবুক পেইজের মাধ্যমে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় । তাই সম্পূর্ণ আর্টিকেল পড়ার অনুরোধ রইলো।

সারা বিশ্বে এখন অনলাইন ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। নারী-পুরুষ নির্বিশেষে নানা বয়সের মানুষ সবাই ঝুঁকছে অনলাইন ব্যবসার দিকে। নতুন নতুন আইডিয়া নিয়ে নানা পণ্যের পসরা সাজিয়ে এক ছাদের নিচে আছে উদ্যোক্তারা। এতে করে বেকারদের কর্মসংস্থানের তৈরি হচ্ছে। ফেসবুক পেজে লাইক পাওয়ার উপায়

 অনলাইন ব্যবসার জন্য যেটি অবশ্যই থাকা দরকার

আরো পড়ুনঃ  কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন? ( Earn Money From Facebook ) Bd Movie Downloads

সেটি হচ্ছে ফেসবুকের একটি পেজ। আপনি কোন ধরনের পণ্য বা সেবা নিয়ে আসছেন তার উপর নির্ভর করে একটি পেজ খুলতে হবে। ফেসবুক পেজ খোলার পর প্রথম কাজ হচ্ছে আপনার পেইজ কে সবার কাছে পৌঁছে দেয়া। পাশাপাশি পেইজের লাইক বা ফলোয়ার বাড়ানোর এবং সেইসঙ্গে পেইজ কে জনপ্রিয় করে তোলার কিছু উপায় জেনে নেয়া। ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায় – করতে আজকে আমি আপনাদের ফেসবুক পেজের লাইক বা ফলোয়ার বাড়ানো ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য সেয়ার করবো। এই ১০ টি কাজ করলে অবশ্যই আপনাদের পেজ ভাইরাল হবে।

 ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায়

পেজের সঠিক নাম বাছাই

ফেসবুক পেজ কে জনপ্রিয় করে তোলার অন্যতম উপায় হচ্ছে প্রথমে পেইজের একটি ভালো নাম সিলেক্ট করন। ভালো নাম বলতে : সহজ এবং আনকমন নাম হলে সবচেয়ে ভালো হয়। এক্ষেত্রে অবশ্যই আপনার বিক্রিত পণ্যের সঙ্গে মানানসই নাম রাখতে হবে। নাম দেখে যেন বোঝা যায় এটি কিসের পেজ।

 পেজ কাস্টমাইজ

পেজের প্রোফাইলটাকে গুছিয়ে নিতে হবে। মানে : ডিসক্রিপশন, স্লোগান, ঠিকানা, খোলা থাকার সময়, ওয়েবসাইট, ফোন নম্বর এবং লোকেশন সব ঠিক-ঠাক লিখতে হবে। নিজের মত করে একটি এনিমেটেড বা ভিডিও কাভার যোগ করতে পারেন। কোন ছবি আপলোড করলে সেটার সাথে একটি ক্যাপশন লিখে রাখুন। পেইজের সবচেয়ে আকর্ষণীয় পোস্টটাকে পিন করে রাখতে পারেন। { বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম – জানতে আর্টিকেল টি পড়ুন। }

 অন্যের পেজে গিয়ে লাইক কমেন্ট করা

লাইক বাড়ানোর একটি ভালো উপায় হচ্ছে নিজের পেজ থেকে অন্য পেজে ভালো পোস্ট গুলোতে লাইক এবং গঠনমূলক কমেন্ট করা। এতে করে দেখা যাবে ওই পেইজের অনেক ফলোয়ার আপনার পেইজ ফলো করবে এবং লাইক কমেন্ট করবে। ফেসবুক পেজে লাইক পাওয়ার উপায় এছাড়াও ওই পেইজের এডমিন বা মডারেটর আপনার পেইজ ভিজিট করবে।

 পেজে কল বা মেসেজ অপশন অন রাখা

বিজনেস সংক্রান্ত পেইজে অবশ্যই উপরের দিকে সেন্ড মেসেজ বা কল বাটন বাটন রাখুন আবার পেইজের শপ সেকশনে যখন যথেষ্ট আইটেম থাকবে তখন কল বাটন যোগ করতে পারেন। এক্ষেত্রে সেন্ড মেসেজ বা কল বাটন এর ব্যবহারী বেশি বলা যায় এতে করে কাস্টমাররা আপনার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে।

 পেইজের নামে গ্রুপ তৈরি করা করা

পেইজের ফ্যান ফলোয়ার বাড়াতে কাস্টমারদের আলাদা আলাদা মতামত বা পোস্ট শেয়ার করার জন্য গ্রুপ বানিয়ে নিতে পারেন। গ্রুপের কারণে অনেক সময় অর্গানিক লাইক বাড়তে পারে।

 প্রতিনিয়ত লাইভ ভিডিও করা

পেইজের ফলোয়ার বাড়াতে বা জনপ্রিয় করার আরেকটি সহজ উপায় হচ্ছে লাইভ ভিডিও। পেজ থেকে বেশি বেশি লাইভ ভিডিও করা। এক্ষেত্রে হতে পারে পণ্য বা পেইজ এর সঙ্গে মানানসই কোন বিষয় নিয়ে লাইভ ভিডিও করা। ফেসবুক এখন লাইভ ভিডিও গুলো কে তাদের নিউজফিডে সবার উপরে রাখার চেষ্টা করে। এক্ষেত্রে কোন পণ্য বা সেবার ডেমো কিংবা মজার কোন টিউটোরিয়াল দেখাতে পারে।

 অল্প কথায় বেশি তথ্য দিয়ে পোস্ট করা

আপনারা অল্প কথায় বেশি বেশি তথ্য দিয়ে পোস্ট করুন। এতে করেই ফেসবুক রিচ বাড়িয়ে দেয়। একটি আদর্শ অর্গানিক ফেসবুক পোস্ট এর দৈর্ঘ্য হল ৪০ থেকে ৮০ টি অক্ষরের। ইংরেজিতে স্পিচ সহ। পোস্ট করার সময় যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে : আপনার লেখায় যেন কাস্টমার সন্তুষ্ট থাকে। এজন্য এমন শব্দচয়ন করুন যাতে করে কাস্টমার সেটিস্ফাইড হয়।

 ভুল তথ্য দেয়া যাবে না

পেইজের এঙ্গেজমেন্ট বাড়াতে বানিয়ে বানিয়ে কোন কথা বলতে যাবেন না কিংবা ভুল কিছু পোস্ট করতে যাবেন না। মনে রাখবেন ভুল তথ্য ফেসবুক কিন্তু এখন বেশ সরব হয়ে উঠেছে। ভুল তথ্যের রিপোর্ট পেলে দেখা যাবে আপনার পেইজ টা লাল তালিকায় চলে যাবে। পোস্ট করার সময় মাথায় রাখবেন আপনার লেখাটির যেন তথ্যবহুল এবং মানুষের কাছে আস্থাশীল হয়। মানুষের আস্থা নিয়ে কখনোই যেন প্রতারণা না করা হয়।

 প্রতিনিয়ত পেজের ইন্সাইট চেক করা

ফেসবুক পেজকে উন্নত করার আরেকটি অন্যতম উপায় হল আপনার অবশ্যই প্রতিদিন আপনার পেইজের ইন্সাইট চেক করা লাগবে। আপনার এখানে দেখতে হবে কোন সময় পোস্ট দিলে আপনার পোস্ট বেশি রিচ হচ্ছে। কোন ধরনের পোস্ট পাবলিক ভালোভাবে গ্রহণ করছে এবং কোন পোস্ট গ্রহণ করছে না। ইন্সাইট রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারেন। কারণ এখন ফেসবুক ভিডিওতে অনেক বেশি রিচ করে। তাই ভালো ভালো ভিডিও যাচাই করে আপলোড করতে পারেন।

 ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করা

ফেসবুকে সব সময় কিছু না কিছু ট্রেন্ড চলতেই থাকে এবং মানুষ সবসময় ফানি টাইপের জিনিস দেখলে বেশি রেসপন্স করে। তাই পেইজে দ্রুত লাইক আনতে হলে ট্রেন্ডিং টপিক এর ভিডিও তৈরি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। এছাড়াও আপনার ফ্রেন্ড এর মাধ্যমে পেইজকে প্রমোট করিয়ে নিতে পারেন। ফেসবুকে অবশ্যই আপনার এমন কিছু ফ্রেন্ড আছে যারা আপনার কথায় আপনার পেইজের ভিডিও শেয়ার করতে রাজি হবে। ফ্রেন্ডেদের রাজি করিয়ে ভিডিও শেয়ার করিয়ে নিন। এভাবেই পেইজে শেয়ার বাড়তে থাকবে।

ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় – এরকম অসংখ্য উপায় রয়েছে তবে যে উপায়টি অবশ্যই সকলের মাঝে থাকতে হবে তাহলো ইচ্ছাশক্তি। আপনার যদি দৃঢ় ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন।

এই ছিল আজকের আর্টিকেল। আমি প্রতিনিয়ত এরকম টেকনোলজি রিলেটেড তথ্যবহুল খবরা খবর নিয়ে আর্টিকেল তৈরি করে থাকি। তাই এরকম খবর পেতে হলে আমাদের সাইটি ভিজিট করবেন। আসসালামু আলাইকুম।

Post a Comment

Previous Post Next Post